Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০২৫

চলমান প্রকল্পসমূহ

ক্রমিক নং

প্রকল্পের নাম

প্রকল্পের মেয়াদ

প্রকল্পের ব্যয়
(লক্ষ টাকায়)

প্রকল্পের এলাকা

প্রকল্পের অবস্থা

রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প।

০১ জুলাই, ২০২২  -
৩০ জুন, ২০২৬

মোট- ৮৭৭৭৬.১৮ জিওবি-৭৭২৩০.৬৪ নিজস্ব অর্থ-১০৫৪৫.৫৪
অন্যান্যঃ ০.০০

 

প্রকল্পটি নেসকোর আওতাধীন সমগ্র এলাকা অর্থাৎ দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলা শহর এবং জেলাসমূহের অন্তর্গত ৩৯ টি উপজেলা শহরে বাস্তবায়িত হবে। 

মাঠপর্যায়ে প্রি-পেমেন্ট মিটার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ২০৪ টি ডিসিইউ এবং ১০৫৯৭৪ টি প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হয়েছে।

গত ০৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত অত্র প্রকল্পের প্রকল্প যাচাই কমিটির সভায় মেয়াদ ১ বছর বৃদ্ধির সুপারিশ করা হয়। পরবর্তীতে গত ২৮ মে ২০২৫ তারিখে প্রকল্পের প্রকল্প মূল্যায়ন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ডিপিপি’র ১ম সংশোধনী পুনর্গঠন করে বিদ্যুৎ বিভাগের মাধ্যমে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হলে উক্ত আরডিপিপি  পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত হয়।

নেসকো এলাকায় স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বাস্তবায়ন (SDSI) (বিশেষ সংশোধিত)

০১ জুলাই ২০২২ - ৩০ জুন ২০২৬

মোটঃ ৩০১৮৮.৬৭
জিওবিঃ ২২৯৫১.৫৩
নিজস্ব অর্থঃ ৭২৩৭.১৪

অন্যান্যঃ ০.০০

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলার ৩৯ টি উপজেলা শহরে।

ADSS Optical Fiber Cable এর স্থাপন ১১০০ কিমি এর মধ্যে ৮৬৬ কিমি সম্পন্ন হয়েছে।

নেসকোর ৪৪ টি সাবস্টেশনে Thermographic System এর স্থাপন কার্যক্রম চলমান, ইতিমধ্যে ২৫ টির কাজ সম্পন্ন হয়েছে।

IED (Intelligent Electronic Device) স্থাপন ৪০০ টি এর মধ্যে ১৫৮ টি সম্পন্ন হয়েছে।

Telecom Equipment এবং RTU (Remote Terminal Unit) এর থার্ড পার্টির মাধ্যমে ইন্সপেকশন সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে আইএমইডি প্রতিনিধি কর্তৃক প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

রংপুরে ব্যাকআপ কন্ট্রোল সেন্টার স্থাপনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।